কোন শব্দে জানাবো আমার অবস্থান ?
নৈঃশব্দে ছেয়ে আছে প্রানের বাগান
বলো, কোন শব্দে জানাবো আমার অবস্থান।


কোন বৃক্ষ দেয়নি ছায়া, যে দেবে সে এখন
ওঠে গেছে আকাশ বরাবর, শাখাপত্র তার
ছায়া ফেলে আকাশেই, কোন নদী দেয়নি জল
বৃষ্টি ও মুলতবী রেখেছে তার পতনের অহংকার।


কোন শব্দে জানাবো আমার অবস্থান ?
নৈঃশব্দে ছেয়ে আছে প্রানের বাগান।


কোন ঘর "আয় আয়" বলে ডাকেনি
কোন কোল দেয়নি স্নেহ, কোন ফুল আশা
কোন চোখ অনুরাগে হয়নি মদির, জ্বলেনি আলো
স্বপ্নের পায়ে মাথাকুটে মরেছে প্রত্যাশা।


কোন শব্দে জানাবো আমার অবস্থান ?
নৈঃশব্দে ছেয়ে আছে প্রানের বাগান।


তাপ আছে দাহ আছে আছে বালির মাঠ
মাথার ওপরে সুর্য্য আছে আছে সিড়িবাধা খাট।