আজ চায়ের কাপে রক্তের দাগ
পিচ ঢালা কালো পথ রক্তে লাল
বোমার আঘাতে ক্ষত বিক্ষত মানচিত্র
ধর্ষিতার চিৎকারে মানবতা বাকরুদ্র।
প্রতিবাদী কন্ঠটা থেমে গেছে আজ
কলম চলে একে বেঁকে সত্য গোপনে,
মিথ্যার মিছিল অগ্রসর হয় সামনে।
আবার শুরু হবে তান্ডব, লৌহমানব
রাজপথে হবে শুরু রক্ত মিছিল।
কান্ডারীরা আজ সব উম্মাদ হয়ে গেছে
রক্ত নেশায় মেতে উঠেছে সবাই।
স্লোগানে আজ কম্পিত রাজপথ
রক্ত চাই! রক্ত চাই! রক্ত চাই!
রক্তের নেশা যেন শেষ হবার নয়।
বল আর কত রক্ত ঝড়বে রাজপথে
আর কতো নুর হোসেন গুলিবিদ্ধ হলে
মুক্তি পাবে! মুক্তি পাবে এ দেশের গনতন্ত্র।