জীবন থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছি
পিছনে ফিরব বলে ভাবিনি কখনো
কবেকার কোন আড্ডার ছলে বলেছিলুম
হারিয়ে যাব না কোন দিন শহর হতে
সুখে দুখে বর মোরা বন্ধু হয়ে
কোন দিন হারিয়ে যাব না বন্ধন ছেড়ে।
সবারই তরে রহিব মোরা হয়ে আপন!
সময় কাটে দিন যায়, মাস যায়, যায় বছর
পুরানো পাতা ঝড়ে পড়ে শরতের মতন
নতুনের শুভক্ষনে থাকে না পুরানোর যতন।
সময়ের সাথে গা ভাসিয়ে শহর থেকে শহরে
জীবনের তাগিদে সময়ের স্রোতে
ভুলতে বসেছি সেই সব কথা।


ঠিক তেমনি চলে অবিরত মোদের জীবন
সেই পুরানো আড্ডাটা আজ আর নেই।
নেই কথা দিয়ে কথা না রাখার অভ্যেস।
তাই তো নতুন জীবনে এসে
ভুলতে বসেছি আজ পুরানো স্মৃতি।


আজ অনেকটা দিন গত হল সু-সময়
মনে পড়ে না আর পুরানো সে কথা
হাজারো জনতার মাঝে মিশে আছি
হঠাৎ কোন এক অপরিচিত কন্ঠ
কেমন আছিস দোস্ত?
কিরে চিনতে পারিসনে?
চিনবেই বা কেমন করে?
তুমি তো আজ শহুরে বাবু!
অজোপাড়ার এই অদম কে চিনবে কেমনে?
ততক্ষনে বুকের ভিতর কাল বৈশাখী
কে? কে এই অপরিচিত মুখ?
এমন করে ডাকছে আমায়!
আবার বলতে শুরু করল
চিনতে পারিসনে তাকিয়ে দেখ
এই তো সেই আড্ডার স্থান
যেখায় বসে বলেছিলে- থাকবে এখানে
জীবনের সেই সময় পর্যন্ত- যতক্ষন না
জীবন নামের সূর্যটা অস্ত যায়।
কথা হয়ে ছিল এখানেই রব মোরা
এখানেই হবে আগামীর পথ চলা।
তাকিয়ে দেখ এই সেই স্মৃতিময় স্থান
এমন তো কথা ছিল না।
এই বলে সে হেটে গেল
চোখের পলকে দৃষ্টি সীমানার বাহিরে।
মনে হতে লাগল পায়ের নিচের মাটি
ক্রমাগত সরে যাচ্ছে।
আমি তলিয়ে যাচ্ছি
ক্রমাগত আমি তলিয়ে যাচ্ছি।