উপরে খোলা আকাশ
নিচে সবুজ ঘাসের
যেন নরম বিছানা।
এরই মাঝে সতীত্ব হারাচ্ছে
কোন এক অসহায় তরুনী।
করুন আর্তনাথ--
তবুও নরপশুর দল
মেতে উঠেছে এক
বিভৎস্য খেলায়।
যেন হিংস্র পশুর মত
কিংবা ক্ষুধার্ত নেকড়ের মত
ঝাপিয়ে পড়েছে শিকাড়ের উপর।
কেড়ে নিল তার সতীত্বকে।
তবুও তারা থামেনি,
অবশেষে নিষ্ঠুর ভাবে
হত্যা করল তরুনীটিকে।
কয়েকদিন পরে গ্রামবাসীরা
উলঙ্গ সে লাশ পেল
খোলা আকাশের নিচে
ঝোপ-ঝাড়ের আড়ালে।
থানায় হল মামলা
পত্রিকায় হল লেখালেখি
মিডিয়ার উঠিল ঝড়।
ব্যস্ত সবাই জানতে কারন-
কেন হল তরুনীটি খুন।
অবশেষে হাজারো মামলার ভিড়ে
হারিয়ে গেল সেই মামলাটি।


(উৎসর্গ তনুর মত নির্মম ভাবে নিহত হওয়া হাজারো তনুকে। তবু আমাদের বিবেক আজ ঘুমিয়ে থাক। ক্ষমা করো আমাদের তবু আজো আমাদের বিবেক জাগ্রত পারেনি। আমরা পারিনি তোমার হত্যাকারীকে গ্রেফতার করতে। পারিনি বিচারের কাঠগড়ায় দাড় করাতে। আমরা আজ অসহায়। আমরা জাগতে পারিনা।  আমরা পারিনা প্রতিবাদ করতে। পারিনি প্রতিবাদী হতে। আমাদের ক্ষমা করো তনুরা।)