বিদ্বস্ত লাশগুলো পড়ে আছে
আকাশে উড়ছে শকুনের ঝাক,
বাগদাদ মসুলে একই দৃশ্য।
প্রতিনিয়ত চলতে থাকে অবিরত
যেন বিশ্ববিবেক আজ
ধ্বংস হয়ে গেছে সব।
কোন খানে নেই আজ প্রতিবাদ
ভাঙ্গতে এ অত্যাচারী মতবাদ।
খবরের পাতাগুলো ভরা থাকে
বিবস্র সে লাশের ছবিতে।
তবু বলতে শুনেছি এরই নাম গণতন্ত্র।
গণতন্ত্র যদি হয় এরই নাম
তবে চাই না! চাই না! এ গণতন্ত্র
চাই না এ শোষণের হাতিয়ার।
চাই শুধু বেঁচে থাকার পূর্ণ অধিকার।