আমাবশ্যার রাত
ঘুটঘুটে অন্ধকার
কোথাও আলো নেই।
ঝি ঝি পোকার ডাক
বিচিত্র যত শব্দ।
না এভাবে নয়
একটু আলো
তারপরে আরো স্পষ্ট
অবশেষে-
পরিপূর্ন আলোকিত।
অন্ধকার শেষ
এবার হল শুরু
শুধু আলোর মিছিল।
সকলেই এ মিছিলে
হয়েছে শামিল।
শুধু কিছু ঘুন পোকা
এখনো খটখট করে
কেটে চলছে
অভিরাম ভাবে।
ছিনিয়ে নিতে আলো
হয়েছে বদ্ধমূল।
অনেক ষড়যন্ত্র!
কিন্তু দৃপ্ত শপথ
আর চাই না
আমাবশ্যার রাত।
চাই—
একটুকরো চাঁদ
পূর্ণিমার চাঁদ
যেন—
যায় না কভু নিভে।