কোন এক গোধূলী বেলা
দেখেছিলাম তোমাকে
কোন এক গোলাপ বাগানে
একগুচ্ছ গোলাপ হাতে।
তোমাকে দেখে মনে হয়েছে
তুমি যেন ঠিক
সদ্য প্রস্ফুটিত এক গোলাপ।
তুমি যেন ঠিক
গোলাপের মতই নিষ্পাপ।
গোলাপের সাথে যেন
মিলিয়ে গেছ তুমি।
আমি দুর হতে অবাক হয়ে
দেখেছি শুধুই তোমাকে,
আর ভেবেছি বিধাতা কি
আপন হাতে সৃষ্টি করেছে
শুধু আমারই জন্য তোমায়?
তোমার নাম কি দেব ভাবছি?
কল্পনার জগত হতে
একটি নাম কুড়িয়ে এনে
নাম দিলাম তোমার সামান্তা!!
তুমি সামান্তা শুধু আমারই সামান্তা