সমুদ্র স্নানে এসে তব মনে পড়ে
কথা ছিল দেখা হবে পড়ন্ত বিকেলে।
গোধুলীর শেষ লগনে পশ্চিম দিগন্ত
রংধনুর মত সাত রং এ রঙ্গীন যখন
তোমাকেই পড়ছে মনে একাকী তখন।
নাহি কথা হবে নাহি দেখা হবে
তবু গোধুলীর শেষ লগনে সমুদ্র পাড়ে
আজো আশায় থাকি আসবে ফিরে।
ফিরে আর আসে না; আসবে না সে
থমকে দাড়াই তাই সমুদ্র স্নানে এসে।
কোনদিন যদি আসে সে ফিরে
সেদিন সমুদ্র স্নানে যাব দুজনে মিলে।