পঁচি'শে মার্চ এলে-ই মনে পড়ে সেই
ভয়াল কালো রাতের কথা
গভীর কান্নায় অঢেল ধিক্কারে
পাক হানাদার-কাপুরুষদের জানিয়ে ঘৃণা
মিছিলে, মিটিং-এ ভরে উঠে
মৃত অমানবিক শহরের সব অলিগলি,
পদ্মা, মেঘনা, যমুনা থৈ'থৈ করে
নয়নের নোনা জলের বন্যায়,
সুরেলা আবেগী মুর্ছনায় মঞ্চে দাঁড়িয়ে
নেতারা দেয় মনোমুগ্ধকর ভাষণ
কবি লিখে যায় অভিধান সাজানো কবিতা  
দেশ নিয়ে চিন্তার পাহাড় মাথায় তুলে
শত সহস্র চেতনা জাগানো বিবৃতি দিয়ে
আগামীর অগণিত পদক্ষেপ নিয়ে
অবসান হয় দিবসের কোলাহল।


অতঃপর ......
খবরের কাগজের রঙ্গিন পাতার ভাঁজে
ছাপিয়ে সেই প্রত্যাশিত আগামীর স্বপ্নগুলো
বিক্রি হয় দশ টাকায়।
স্বাধীন হয়েছে দেশ পরাধীন হয়েছি আমারা,
অসহায় মানুষের নির্মম পরিণতি
চোখের পাতায় অশ্রু হয়ে ঝরে
কুসীদ ও ঘুষের বাজার বেড়ে উঠে তুঙ্গে
পথে ঘাটে মরে মানুষ অবহেলায়,অনাহারে
দেশের ভালোবাসা পালায় নির্বাক হয়ে  
স্বার্থের জানালা দিয়ে,
বেড়ে যায় ধর্ষণের অনুপাত,
আমরা অসহায় চেয়ে চেয়ে দেখি  
রাজনৈতিক ও অমানবিক বিভ্রান্ত কর্মকান্ড
দুর্নীতিবাজ চাটুকার দালালের হাসি
স্বাধীন দেশে অস্বাধীনতার জয় জয়কার,
মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবি,
আমরা কি আজো সত্যি স্বাধীন হয়েছি
নিজেদের-ই বর্বরতা থেকে ............
____________________
জন্ম সময়: নিদ্রাহীন রাত ১.২৫ মিনিট
২৬ মার্চ সোমবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®