ঈশ্বর কোথায় থাকেন
উর্ধ্ব নীল আকাশের নীলিমার গভীরে
দূর অজানা নক্ষত্রলোকে  
ধর্মীয় অগ্নিদ্বগ্ধ উপাসনালয়ে,
মন্দিরে মসজিদে গির্জায় প্যাগোডায়  
নাকি ধর্মগ্রন্থের পাতার ভাঁজে
কোথায় থাকে তোমাদের ঈশ্বর।


আর আমার ঈশ্বর ??
আমার কাছেই থাকেন আমার ঈশ্বর
কখনো দুধ ভাত মাখা মায়ের আরাধ্যয়নে  
কাজ ফেরা ক্লান্ত বাবার বাহু বন্ধনে
ঘামে ভেজা শরীরের গন্ধ মাখা চুম্বনে
নির্ঘুম রাতে ঘুমপাড়ানির নিশি জাগরণে
সকালের পবিত্র মায়া ঘেরা শত যতনে।


দেখিনি আমি সেই কল্পনার বিধাতা'কে  
দেখিনি আগুনের লেলিহান শিখার খোদা'কে
দেখিনি মৃত্তিকার শরীরে গড়া ভগবান'কে
দেখিনি সিদ্ধাচার্য শান্তি কথার বুদ্ধ'কে
দেখিনি গ্রন্থেবন্দী ঐ যুগ বাণীর যীশু'কে।  


আমি দেখেছি আমার স্নেহময়ী মা'কে
পরম নির্ভরশীলতায় হাতে ধরা বাবা'কে
পরম মমতায় ধর্ম জ্ঞানের গভীর আদর্শে
ভুল ভ্রান্তির অপর পৃষ্ঠে অসীম ক্ষমায়
এখানেই আমার পরম সুখের স্থান
এখানেই আমার সব স্বর্গ  
এখানেই থাকে আমার ঈশ্বর।
_________________
জন্ম সময়:তপ্ত দুপুর ২.৪৫ মিনিট
২৯ মার্চ বৃহস্পতিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®