আমি আমার অস্তিত্ব খুঁজি দর্পনের সীমায়
আয়নার ভিতরের জীবনে মধুর বিষণ্ণতায়
অজানা কোন সোনালী ভোরের জানালায়
নীরব রাতের মৌনতার সীমাহীন নীলিমায়
শুকনো সুবাস মনে ইতিকথা লিখতে চায়
হৃদয় কলমে আঁকা মৌনী কবিত্বের মহিমায়
এক নীলাভ নিকুঞ্জে অচেনা বৈরী হাওয়ায়
মরমী সময়ের প্রত্যাশা অঙ্কুরে'ই ঝরে যায়
বিষণ্ণ হলুদ বিকেলের স্বপ্ন শূন্য নীরবতায়
প্রতীক্ষার মেঘমালা হাসে আঁধারের মায়ায়
নীলাচলের ছোঁয়ায় বিভোর বাতাসের গায়
নীল আঁচল উড়িয়ে কে'যেন ডাকে নিরালায়
কেটে যায় রাতদিন এভাবে সহস্র অপেক্ষায়
স্নিগ্ধ সমীরণ বুকে হেঁটে চলি শূন্য আঙিনায়
__________________
মঙ্গলবার ৪ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
Tuesday 19 September 2017 খ্রীস্টাব্দ
Al-Salasa'a ২৮ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®