সময়ের পেন্ডুলাম জানিয়ে যায় মানব জন্মের ইতিহাস
প্রজাপতির ডানায় ডানায় ভেসে বেড়ানো মানুষ
অতীতে খোঁজে তার অস্তিত্ব,
খুঁজে বেড়ায় সৃষ্টির রহস্যে তার পরিচয়
আধুনিকতার ছোঁয়ায় মানুষ হয়েছে বিবেকহীন,
মানবতাহীন দস্যু, বোমাবাজ, হত্যাকারী,
ধর্ষক আরো কতো কি
নির্বিঘ্নে করেই চলেছে পুকুর চুরি একটু স্বার্থের নেশায়
তবুও ক্লান্ত স্মৃতির দহনে খোঁজে অতীতের গল্প
ভবিষ্যৎকে রেখে তিন টেক্কার বাজিতে
নষ্ট করেই চলে বর্তমান,
বোমারু বিমান, ট্যাংকের গর্জন বারুদের গন্ধ
তার অনেক প্রিয় আজ,
বুলেট প্রুফ জ্যাকেট পরে যুদ্ধের মাঠে শুয়ে
ফিরে তাকায়, ফেলে আসা অতীতে
প্রেয়সীর বাহুর বন্ধনের সুখ, মায়ের আদর,  
আজ এতো দ্বন্দ্ব কেন মানুষের মাঝে
কি নিয়ে বড়ত্বের লড়াই ?
তেল,জমিন,স্বর্ণের খনি,নাকি অতীতের শূন্যতা  
আদি কাল থেকে পাহাড় থেকে ঝর্ণা
ঝর্ণা হতে নদী, বয়েই চলেছে তার নিজ গতিতে
চাঁদ, তারা, সূর্য,চলছে তার পুরাতন নিয়মে    
শুধুই বদলে গেছে মানুষ, মানুষের জীবন ধারা
উচ্চ শিক্ষার আলোতে আলোকিত হয়ে
ডেকে এনেছে অন্ধকার নিজ ভূবনে
আধুনিক উচ্চ শিক্ষা মানুষ কে করেছে বিভক্ত নির্বোধ
এই উচ্চশিক্ষার নিদারুন প্রমান "বৃদ্ধাশ্রম"
যেখানে আমার উচ্চশিক্ষিত বাবা ও মা মিলে
রেখে এসে ছিলেন তাদের মা ও বাবাকে
সময়ের তাগিদে হয়তো আমি ও রেখে আসবো তাদের
তার পরে আমার পালা, আমিও শিক্ষিত
তারাও শিক্ষিত হবে তারাও মানুষ হবে
আমিও মানুষ ........... !!
___________________
জন্ম সময়:অলস দুপুর ১২.৪৫ মিনিট
১২ মার্চ সোমবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®