আজকাল খুব বেশি ইচ্ছে করে সময়ে অসময়ে
কেউ থাকুক পাশে আঁধার রাতের শূন্য পথে
একসাথে হাঁটার বিশ্বাসী এক সহচরী হয়ে।


নির্ঘুম নির্জন রজনীতে আমার গল্প শুনে
খিল'খিল হাসাহাসি এক সঙ্গী হয়ে,
কৃষ্ণচূড়ার পাপড়িগুলো তার ঠোঁটে লাগিয়ে রেখে
অপেক্ষা করুক ভিতর থেকে, বন্ধ দরজা খুলতে।


দুঃস্বপ্ন জয়ে, জীবনের দুর্গম পথ অতিক্রম করতে
দুঃসাহসী হয়ে শক্ত করে নির্দ্বিধায় হাত ধরে  
নিবিড় আকর্ষণে আমাকে কাছে টেনে নিতে।  


যখন সময়ের খরতাপে দু'চোখ দিয়ে ঝরবে
সেই অঝোর শ্রাবণ ধারা বিন্দু হয়ে
রূঢ় বাস্তবতার পাহাড় ঘেরা প্রান্তরে এলে  
উষ্ণ বারিধারা মুছে দেবে তার বিশ্বাসী আঁচলে।


জীবনের কলরব স্রোতে দ্বিধা দ্বন্দ্বের আঁধারিতে
এক ফোঁটা আশার আলো নয়নে মেখে
আশাতীত আলাপনে পরম মায়ায় কাছে নিতে।


সময়ের চাবি'কাঠি হাতের মুঠোয় রেখে
জীবন মৃত্যুর অথৈ সাগরে সাহসী নাবিক হয়ে
বিমুগ্ধ আয়োজনে,সন্ধ্যায় মৌন দৃষ্টিতে
আগামী দিনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে।


আজকাল সময়ে অসময়ে খুব বেশি ইচ্ছে করে  
কেউ থাকুক পাশে আঁধার রাতের শূন্য পথে
একসাথে  হাঁটার বিশ্বাসী এক সহচরী হয়ে।
________________
সোমবার ০৬ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Monday 21 August 2017 খ্রীস্টাব্দ
Al-Isanayn ২৮ জিলকদ 1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®