বিঃদ্রঃ আমার একমাত্র কম্বল যেটি দু'দিন আগে আমাকে ছেড়ে চলে গেছে ( ছিঁড়ে গেছে)
----------


দেড় যুগের সংসার ছিল তোমার আমার
কত রাতজাগা গল্পের সৌরভ ছিল তোমার পাঁজরে
তোমার উষ্ণ বাহুর বেষ্টনীতে জড়িয়ে নিজেকে
মুছেছি কষ্ট প্রহরে অশ্রু ভেজা আঁখি
অজস্র বর্ণিল স্বপ্ন দেখেছি তোমার বুকে মাথা রেখে।


বিনিদ্র রাতে ভাঁজ পড়া বিছানায় এপাশ ওপাশ
কত চাঁদহীন নির্জনে ছিলে তুমি পাশে
এক গাঢ় মমতায় জড়িয়ে রেখেছিলো আমাকে
দিন হতে মাস, মাস হতে বছর,
বছর হতে যুগ এভাবেই কেঁটেছে আমাদের দিনরাত।


বর্ষা মুখর অলস রাতে গুঞ্জনের মুগ্ধতায়
বসন্তের আগুন ঝরা ক্ষণে মনের রক্তিম অলিন্দে
জ্যোৎস্না ভেজা রাতের মধু চন্দ্রিমায়
শরতের কাশফুল উড়া শান্ত বিকেলের মায়ায়
রেখেছিলে বেঁধে তোমার রঙিন আঁচলে।


তুমিও চলে গেলে আমায় ফেলে চিরতরে
যে আসে সে চলেই যায় রেখে কিছু স্মৃতির রেখা
হয়তো হবে না আর কোনো দিনও দেখা
আমি রয়ে গেলাম সেই একা,দেড় যুগ আগের মতো
আমার প্রিয়, তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে।
______________
26/10/2017 Thursday
© Copyright সংরক্ষিত ®