সমাজের মেরুদণ্ডে দাঁড়িয়ে এ'কি অট্টহাসি তোমার
আমি জানি তোমার জন্মের ইতিহাস
কোন নিষিদ্ধ পল্লির নোংরা নর্দমা বেয়ে এসেছো
মানবতাহীন চরণচিহ্ন নিয়ে বিষণ্ণ নিয়তির দ্বারে
অসহায় জন্মদাতা পিতার চোখে অশ্রু হয়ে
ধরণীর বুকে জন্মেছ তুমি একদা অভিশাপ স্বরূপ
ভ্রান্ত সমাজের শিরদাঁড়ে তোমায় স্বাগতম জানিয়েছে
কিছু পশু চিত্তের মানুষরূপী অমানুষ,
অনুসন্ধানী দৃষ্টির আড়ালে খুঁজেছে,নিজের স্বার্থ
সনদহীন বিদৰ্ভ বিশাল জগতে
দীর্ঘশ্বাস খোঁজে শুধুই একটু সান্ত্বনার প্রশ্রয়
তোমার বিষাক্ত ছোবল দংশিত করেছে
বাবার নয়ন,মায়ের বুক,বোনের আঁচল,ভাইয়ের হাসি
কতো নিমর্মতায় ঘেরা একটি বাক্য " যৌতুক"
কতো জীবন তার জীবনের যবনিকা টেনে গেছে
অন্তরীক্ষের আয়নায় নির্ঘুম জেগে
হে পুরুষ !!! কি দিয়েছো তাকে,
প্রতিজ্ঞার অনন্ত যজ্ঞধ্যানের মহাঠিকানায়
বন্ধনের অকূলতার নিদারুণ রঙ্গমঞ্চে
প্রণয়ের আলিঙ্গনে বেঁধে, শুধুই পাথর বুকে ধৈর্যশীলতা
নীড় ভাঙা পাখির পরিত্যক্ত সম্রাজ্য
লজ্জা করেনা তোমার নিজেকে মানুষ ভাবতে
মায়ের জাতির সসম্মানে,সম্মান পাবে ভবে
যৌতুক লোভী অমানুষ তুমি মানুষ হবে কবে ??
__________________________
জন্মকাল: শীতের রাত ১০.২৫ মিনিট
২২ ডিসেম্বর শুক্রবার ২০১৭ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®