ছেলেদের চোখ ভাসিয়ে কাঁদতে নেই
কাঁদতে হয় নিঃশব্দ কান্না
কাঁদতে হয় ভিতরে ভিতরে নীরবে,
যে কান্না কুঁড়ে কুঁড়ে খায় হৃদয়
কাঁদতে হয় শরতের নিঃস্ব আকাশের
শূন্যতার চাপা বেদনা নিয়ে
কাঁদতে হয় মায়া সন্ধ্যায় নির্জন বসে
ক্লান্ত দীঘির অশান্ত ঢেউয়ের মতো।


কাঁদতে হয় অমাবস্যার রাতের মতো
যেভাবে কেঁদে উড়ে জোনাকি স্বপ্নের সন্ধানে
কাঁদতে হয় শান্ত সৈকতের মতো
যেমন বালুচরে মিশে যায় বিন্দু বন্ধু হয়ে
কাঁদতে হয় ঝরে পড়া পাপড়ির মতো
পদতলে মিশে যায় অভিযোগহীন
কাঁদতে হয় নির্বাক সায়াহ্নে
নিষ্পলক চেয়ে নীড় ভাঙা সমীরণের বুকে।  
___________________
শুক্রবার  ৩১ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Friday 15 September 2017 খ্রীস্টাব্দ
Al-Jumma'a ২৪ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®