দুই'যুগ আগে কোন এক এলোকেশী কিশোরীকে
মনের আবেগে ভালোবেসে ছিলাম নীরবে
ক্লাস রুমে দেখতাম তাকে চক্ষু লুকিয়ে
অপেক্ষায় কেটেছে অনেক সময় পথের মোড়ে
কখনোই পাইনি দেখা মেঠোপথে
মন খারাপের দোলনায় চড়ে নিরীহ বৃষ্টিতে ভিজেছি
খোলা দিগন্তে সন্ধ্যা আবীরে
কত সোনালী রাত কেটেছে নির্ঘুম
এক পৃথিবী ভালোবাসা জমিয়ে হৃদয়ের ভাঁজে।  


হঠাৎ একদিন !!!!!
রক্তিম অস্তগামী সূর্যের মায়াবী সন্ধ্যায়
তুমি আর আমি মুখোমুখি
একটা দীর্ঘশ্বাস হাতছানি দিয়ে গেলো স্মৃতির জানালায়
স্বপ্ন ঘোরের ক্ষণগুলো ভেসে উঠলো
এক এক করে চোখের পাতায়।


আমার নীরবতা ভেঙে
তুমি বলে গেলে নির্বাক করে, নির্দ্বিধায়
আমি জানি,তুমি অপেক্ষায় ছিলে অনেক হেমন্ত  
আমি গুটি'গুটি পায়ে চলে গেলাম
হৃদয়ের বালুকাবেলায় পদচিহ্ন রেখে
অজানা স্রোতে নোঙ্গরবিহীন পানসী নৌকার মতো
এক অজানা স্বপ্নীল অভিলাষে ভেসে।
কি হবে ভেবে
জীবনের নষ্ট প্রহরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
আগামী দিনের স্বপ্ন মাখা রজনীর কথা
প্রেমের সংলাপ নিবেদনে
অপ্রাপ্ত পরিণয়ের করিডোরে দাঁড়িয়ে।


তার পর অনেকগুলো বসন্ত কেটে গেলো .........!
_______________________
জন্মকাল: শীত সকাল ১১.২৫ মিনিট
২০ জানুয়ারি শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
    © Copyright সংরক্ষিত ®