কাঁটাতার
______
কাঁটাতারের ওপারে নিষ্পলক দুটো আঁখি
প্রতীক্ষার প্রহর গুনে জ্যোৎস্না ঝরা রাত্রিতে।
বেড়ে যাওয়া হৃদপিণ্ডের সীমানা পেরিয়ে
অপেক্ষার তারাগুলো স্খলিত অশ্রু নীড়ে।
দুধেল ভোর হতে ঢলে পড়া দিগন্তের বুকে
শুধু চেয়ে থাকা একাকী শূন্য পথের বাঁকে।
________________________________
( সম্মানিত গুরুজিকে আন্তরিক উপহার )
টি,কে,এম,আজীমি


অপাঠিত লেখা
____________
চোখের পাতায় অল্প অল্প করে সাজানো স্বপ্নগুলো
ঝরে পড়ছে অবেলায় অধরের বিন্দু জলের আলোতে,
নিষ্প্রাণ শহরের কোণায় কোণায় অলিতে গলিতে
অপাঠিত লেখা টুকরো টুকরো কাগজগুলো উড়ে,
তারাভরা নীল রাতের বাতাসে উদাস জামা গায়ে দিয়ে
কষ্টের জোনাকিরা হাতছানি দিয়ে যায় রাতের আঁধারে।
________________
টি,কে,এম,আজীমি