এই'যে আধো ভাঙা স্বপ্ন হাসে,এটাই জীবন,
কাটছে প্রতি নিয়ত অনায়াসে,এটাই জীবন,
অব্যক্ত অনেক অপ্রত্যাশিত প্রহর,
অযাচিত শত নিদারুণ বাস্তব প্রহর,
হাসি ঢলে পরে ক্ষণিকে ব্যথিত বেদনার বুকে,
নির্ঘাত নিয়তির শ্রান্ত উপস্থাপন,এটাই জীবন।


নির্মল পথে আলো ঝলমল, এটাই জীবন,
শূণ্য জগতে ব্যথার শতদল, এটাই জীবন,
দ্বিধা দ্বন্দ্বের মায়াজালে এঁটে যবনিকার গ্রন্থি
মিথ্যে মঞ্চে অভিনয় হেসে হেসে,এটাই জীবন।


জীবন দ্বীপের স্বর্ণালী দ্বারে সুপ্ত,এটাই জীবন,
অক্ষয় অম্বরে জাগে অনিত্য স্বপ্ন,এটাই জীবন,
দিনান্তের অগণিত অপেক্ষার ভিড়ে,
হাসিমুখে ফেরা দীর্ঘশ্বাসের বাঁধন ছিঁড়ে,
হৃদয়ের বিদগ্ধ পথে আর্তনাদের ফুল ফুটিয়ে,
বৈরাগ্যের স্বপ্নে হারায় অদৃশ্য সুখে,এটাই জীবন।


নিঃশব্দে মর্মে-মর্মে কথোপকথন,এটাই জীবন,
নিজগৃহে বিজন দহনী নির্বাসন,এটাই জীবন,
শুক্লপক্ষের কোলে অট্টহাসি দেয় নিশুতি রজনী,
অন্তরীক্ষের অনাদি অপেক্ষায় থাকে,এটাই জীবন।
___________________
মঙ্গলবার ২১ ভাদ্র  ১৪২৪ বঙ্গাব্দ
Tuesday 5 September 2017 খ্রীস্টাব্দ
Al-Salasa'a ১৪ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®
Chat Conversation End
Type a message...