মন'খেয়ায় পাল তুলে সময়ের সুসজ্জিত ভূবনে
অস্তমিত সূর্যের শেষ আভার করাঘাতে
ঐশ্বর্যময় জীবন পথে ধীরে ধীরে এগিয়ে গিয়েছি  
স্বপ্নিল জগতে প্রণয়ের প্রচ্ছদ এঁকে অনুভবে,  
ফেলে আসা যৌবনের করিডোরে দাঁড়িয়ে
আজ মনে পড়ছে না কোথায় রেখে এসেছি তাকে
পৃথিবীর বিদীর্ণ মেঠোপথের বাঁকে
নাকি, কোন অজানায়, নীলিমার নিভৃতে,  
আগন্তক ঋতু এসে মনের আঙ্গিনায়
আল্পনার স্মৃতি আঁকে ফাগুনের পূর্ণিমায়
শিল্পিত সময়ের ডানায় প্রণীত অরণ্যের উপকূলে
হেমন্তের শুভেচ্ছা জানিয়ে যায় নির্জন প্রহরে।


কতবার ভেবেছি একাকী ............
বসন্ত বিলাসে থাক'না আমার ভালোবাসা আহ্লাদে
পুষ্প পল্লবে হৃদয় গহীনে মধুশ্রী হয়ে।
আগামী দিনের সুখ'ময় জীবনের অস্থিরতায়  
ঘুমন্ত ঘড়ির পেন্ডুলামের মতো স্থির দাঁড়িয়ে
কেটেছে অজস্র চৈতির রক্তিম বেলা
ঝরা পাতায় শিশিরের আর্তনাদ শুনে শুনে
অলিখিত জীবনের মলাটহীন পাতার দিকে চেয়ে।

কিন্তু কখনোই জানা ছিল না..........
সময় কখনোই কাউকে সময় করে দেয়'না
সময়'কে ছিনিয়ে নিতে হয়, সময়ের মুঠো থেকে
এখন অবসাদের প্রাচীরে মুখ লুকিয়ে রাখি
এখন বুঝতে পারি স্মৃতিরা কত গভীর হলে অশ্রু হয়
ভালোবাসা কত খাঁটি হলে মানুষ'কে করে নির্বোধ  
প্রতীক্ষা কত প্রখর হলে জ্যোতি হারায় নয়ন।  
_______________________
জন্ম সময়ঃ-নিরানন্দ রাত ১০.৪৮ মিনিট
শনিবার ০২ ডিসেম্বর ২০১৭ খ্রীস্টাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®