আমার প্রিয় মুহিত ভাই , চলে গেলেন আমাদের ছেড়ে, না ফেরার দেশে।
আমার এই লেখা তাকে উৎসর্গ করলাম।
____________



অারো একজন চলে গেল নন্দিত নরক হতে,
শূন্য হাতে, প্রত্যাশার অশ্রুতে স্নান করে
রাতের অশান্ত বুকে হাতড়ে বেড়ায়
অনুপম কিছু আদর মাখা স্পর্শের সুগন্ধ
আগামী দিনের অজস্র স্বপ্ন লুকিয়ে নয়ন পাতে।


হীমশীতল রক্ত কণিকার রঙতুলি দিয়ে
এঁকেছিল জীবনের ছবি সময়ের ক্যানভাসে
মস্তিষ্কের ভাঁজে ভাঁজে নিদারুণ শৈল্পিক ভঙ্গিতে।


সবুজ আলপথের বাঁকে বাঁকে তার পদচিহ্ন
অপেক্ষারত অনেক বুকে শান্তির স্পর্শ দিয়ে যেতো  
বেলায় অবেলায় হাসি আহ্লাদের স্মৃতি মেখে।


থেমে যাওয়া হৃৎপিণ্ডের স্পন্দনের বিষণ্ণতায়
ভেঙেছে কতবার জীবন, কাঁচের ফুলদানির মতো
বিনিদ্র রাতে প্রার্থনায় উঠেছে কতো দু'হাত
আবার নীরব সায়াহ্নে ফিরিয়ে দিয়েছে তাকে
সন্ধ্যার স্নিগ্ধ আঁচল উড়িয়ে কল্পচিত্রের সৌরভে।


না, আর হলোনা জীবনের দাবাঘরে বন্দি হওয়া
মিথ্যে বাজিমাৎ-এর নেশায় শুধুই ব্যর্থতা  
তবুও আমায় রেখো দেয়ালের বুকে কাঁচের ফ্রেমে
হয়তো শুকনো মালার পাপড়ির মতো ঝরে
হারিয়ে যাবো একদিন ফ্যাকাশে অতীত হয়ে
মন হতে, মনের দর্পন হতে চিরতরে।
______________________
বুধবার ২৬ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
Wednesday 11 October 2017 খ্রীস্টাব্দ
Al-Arba'a 21 Muharram 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®