জীবনের রংতুলি এঁকে যায় কত বিচিত্র ছবি
ফেলে আসা সময়ের মিথ্যে প্রবঞ্চনায়
হামাগুড়ি দিয়ে আসে বারংবার  
অযাচিত আকুতির অঞ্জলী প্রহরে হেসে
আগামীর সুন্দর স্বপ্নের বীজ বুনে।


যাপিত গোধূলির চিরচেনা মুখগুলো  
সার্থকপট পৃথিবীর বাকলের রন্ধ্রে রন্ধ্রে
অবাধ্য পাঁজরের ভাঁজে বাসা বাঁধে হাহাকার
কতো বৈচিত্র প্রভায় সেজে নিজস্বতায়।


ক্লান্তিহরতায়, নবসজ্জার উল্লাসে,
নতুন পাতায় এঁকে নতুন জীবনের ছবি,
ভালোবাসারা উঁইচোখ কার্ণিশ হতে
উঁকি দিয়ে দেখে যায় প্রকৃতির নববিন্যাসে
কতো বৈচিত্রময় জীবনের সাজ।

এক দীর্ঘ পথ হেঁটে আসা ক্লান্ত প্রজাপতির দল
রংহীন বিবর্ণ আল্পনার আড়ালে
মুখ থুবড়ে পড়ে থাকে প্রাঞ্জল প্রত্যাশায়
তন্দ্রাহীন রাতে তারকারাজির মিনারে।

হৃদয় কতো না পাওয়ার গল্প নিয়ে রচে কাব্য
প্রেম অনুরণনের শেষ বাসন্তী রঙে
অগোছালো এলোমেলো কাগজে অযথা-ই
হিসেবগুলো কষে রাখে প্রাপ্তির অনাদরে,  
তারপর......
একে একে বিলীন হয় সব-ই
রংতুলির ভ্রান্ত আঁচড়ের নির্মমতায়।  
____________________
জন্ম সময়:বৃষ্টি ভেজা সকাল ৯.১৫ মিনিট
১৮ মার্চ রবিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®