তুমি কি দেখেছ কখনো নিজেকে
গভীর নিমগ্ন দৃষ্টি মেলে
যখন থাকো একাকী নির্জনে
হয়েছো কি নিরাভরণ,
দেখেছো কি প্রতিবিম্ব আয়নায়
সেখানে কি করে উঁকি দেয়
আকাশ কুসুম স্বপ্নরা,
কত গভীর আরাধনার বাণী
লিখে যায় একান্ত উল্লাসে।


তুমি কি দেখেছো তোমাকে সেখানে
পেয়েছো কি খুঁজে
হয়তো পায়নি আর পাবেও না,
নিজেকে রেখেছো ঢেকে
নিভৃত আঁচলের আড়ালে
সব চলে যায় সময়ের দাপটে
জীবন কেটে যায়
জীবনের নিয়মের বলিরেখায়।


নিমিষে প্রাণ হলে গত
শুধুই বেঁচে থাকবে তোমার রূপ স্বপ্ন
রূপের বাসর সজ্জায়  
তাই বলছি একান্ত অনুভবে
অদৃশ্য তুমি দৃশ্যমান হও
খুলে দাও তোমার নিভৃত দুয়ার
সরাও বুকের আঁচল
মনের স্বপ্নেরা নেচে বেড়াক
জীবন অলিন্দে একান্ত আনন্দে।  
__________________
Tuesday 16 May 2017
মঙ্গলবার ০২ জ্যৈষ্ঠ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®