একটি জীবন ধার করে এনেছি
ক্ষনিকের তরে ছলনায় ঢাকা প্রত্যাশা নিয়ে
রাতের নির্জন আঁধারে
হাতে হাত রেখে চলি একাকী নক্ষত্রের ছায়ায়
এঁকে চলি আনমনে জীবনের ছবি
জীবনের রঙ তবুও রয়ে যায় বিবর্ণ আঁচড়ে
নিভে যায় সময়ের প্রদীপ ধীরে ধীরে
ডুবে যায় তারাগুচ্ছ দিগন্তে
কতো আকাঙ্খা আসে সময়ের সিঁড়ি বেয়ে
নৈশব্দের আসনে।


কতো প্রেম জ্বলে পুরোহিত হয়ে অশান্ত বুকে
অদেখা ভবিষ্যৎ হয়ে যায় নিমিষেই
গাঢ় অতীতের ক্যানভাসে আঁকা প্রতিচ্ছবি
ধূসর ফ্রেমের ব্যথিত দর্পনের বুকে
অতৃপ্ত জীবনের স্বাদ নিয়ে বেঁচে থাকি মৃত্যুর
পাঁজর ছিন্ন করে অগাধ অভিনয়ে
রিক্ত হৃদয়ে সন্ধি করেই চলেছি জীবনের সাথে
সার্থকতার মুখোশ পড়ে ব্যর্থতার আড়ালে
নির্জন স্বাক্ষর করেই চলেছি
ক্ষয় হয়ে যাওয়া জীবনের রঙহীন পাতায়।


আর কতো মিথ্যে অভিনয় নিজের সাথে
জীবনের পদচলার নিভৃত মরণ সন্ধানী
যবনিকা টেনে দিয়ে যায় বিদায়ের বাণী
__________________
Tuesday 27 Jun 2017
মঙ্গলবার  ১৩ আষাঢ় ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®