অক্লান্তে আদিগন্ত ছুটে চলেছি নির্বাক
আজন্ম পথিকের মতো
অনিশ্চিত জীবনের আয়োজনে
অপ্রত্যাশিত সময়ের বিজনে
কিছু ভালো লাগা কিছুই মন্দের মিশ্রণে
দ্বিধা দ্বন্দ্বের তিমির আঁধারে
অসীম অতৃপ্ত বাসনার শূন্য গহ্বরে।  


সাদা কালো স্বপ্নগুলো কল্পনার
আবক্ষ কণ্টক আঘাতে
সাজিয়ে চলেছি অসহ্য সুন্দর বিন্যাসে
জগতের নিখাদ চাওয়া পাওয়া
বিসর্জন দিয়ে স্তব্ধ নিথর বিথীকায়।


বধির সময়ের বিপরীতে দাঁড়িয়ে
খেয়ালি মনের অভিমানে উঁকি দেয়া
অজস্র জিজ্ঞাসার ভিড়ে
নির্বোধ আকুলতার দ্বার পেরিয়ে
শব্দ তরঙ্গে ভাসিয়েছি জীবনের বাস্তবতা
ব্যর্থতার আদলে রেখে শুধুই সংশয়
চলেছি ছুটে অস্তমিত ধূসর পঙ্কিল পথে।


আর কত বার বলো, সময় কতবার এভাবেই
হেলিত ভেবে ফিরায়ে দিয়েছে নিয়তির
পরিহাসের রিক্ত সময়ের দ্বারে
সুতো ছেঁড়া ঘুড়ির মতো গন্তব্যহীন
নির্লিপ্ত আকাশের বুকে ভীষণ উপেক্ষায়।
__________________
Saturday13 May 2017
শনিবার ৩০ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®