কোথাও পাখিদের কলতান শুনি
কোথাও ভোরের গান,
কোথাও অশ্রু ঝরে আপন সত্তায়  
কোথাও হারিয়ে প্রাণ।
কোথাও যাপন ব্যথিত ক্লান্ত রজনী  
নির্বাক চোখের জলে,
কোথাও উল্লসিত এক উন্মাদ জীবন  
অনায়াসে কেটে চলে।
কোথাও বিলীন মায়ামৃগের দ্বারে হাসে
আঁধার ক্লান্ত ইতিহাস,
কোথাও জীবন অট্টহাসির ঝঙ্কার নিয়ে
অঙ্কিত স্বর্গে বাস।  
কোথাও শুনি শুধুই হাহাকারের গান
বিনিদ্র পথের বাঁকে,
কোথাও হারায় জীবন নিজ জ্যোতি
ঐশ্বর্য নেশার হাঁকে।
কোথাও নির্দ্বিধায় কষ্টহীন জীবনের
এঁকে স্মৃতির মালা,
কোথাও আধিপত্যের নির্ঘাত দাপটে
নৈঃশব্দে কথা বলা।
কোথাও তপ্ত তামাটে ওই সূর্যের বুকে
নির্বাক হেঁটে চলা,
কোথাও বাকরুদ্ধ নিঃস্ব শব্দের ভিড়ে  
জীবনের কথা বলা।  
____________________
শুক্রবার ০৩ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Friday 18 August 2017 খ্রীস্টাব্দ
Al-Juma'a ২৬ জিলকদ 1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®