চলছে জীবন নির্দ্বিধায় গন্তব্যহীন পথে
শুধুই অন্ধকারে তরী বেয়ে একাকী,  
যান্ত্রিক শহরের বুকে কত দুঃসহ বাধা পেরিয়ে
সময়কে বন্দী করে শূন্য হাতের মুঠোয়,
হারিয়ে যায় নীরবতার বুকে
অদ্ভুত বিলাসী প্রলাপে
বিষাদের মানচিত্রে বুক-ফাটা দীর্ঘশ্বাসে।


যাপিত জীবনের ঐশ্বরিক অবদানে
নিদ্রাহীন চোখের নীল আকাশে
দৈন্য বাতাসে ভেসে যায় অশান্ত প্রতিধ্বনি
অতীতের পানে চেয়ে শুধুই
ইচ্ছের জাবর কেটে,
অবিলম্বে ভেসে চলা জীবন প্রবাহে
নিষ্ঠুর রীতি নীতির অব্যক্ত প্রতিদানে।


কেটে যায় কত নির্বাক প্রহর এভাবেই
শূন্য থেকে শুরু মিলে যায় শূন্যতায় পুনরায়
কত কিছুই অজানা রয়ে যায়,
রহস্যের বেড়াজালে
শব্দহীন শব্দগুলো পাল্টেযায় নিমেষে,
ভ্রান্ত দৃশ্যপটের অন্তরালে অবাক পরিবর্তনে
তবুও পদচলা চলে জীবন যেখানে যেমন।
________________
২১ এপ্রিল ২০১৭ ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®