এক কাপ গরম চায়ের সাথে সন্ধি করে
অপেক্ষার উনুনে পোড়া শুদ্ধতার বাসরে
সুবর্ণ রেখায় ছুঁয়ে দিয়ে বৃষ্টি ভেজা মন উল্লাসে।


ঘরে ফেরা সাঁঝের পাখির মতো ক্লান্ত হৃদয়ে  
আমিও নির্বিকার জেগে থাকি
ভার্চুয়াল জগতের সাপলুডু খেলা নিয়ে
ইলেকট্রনিক যন্ত্র মুঠোবন্দী করে।  


মনের ভেতরে জমানো একাকিত্বের কষ্টগুলো
ক্ষুধার্ত মানচিত্রে বুকে স্বপ্নের খোঁজে
নির্দ্বিধায় হাতড়ে বেড়ায় অজানা
আটপৌরে অভিমানী আকাশের সীমানায়।


অজস্র বছর ধরে নিজের লাশ কাঁধে নিয়ে হাঁটছি
আলোর শহরে মোমবাতি নিভিয়ে নিশ্চিন্তে
প্রত্যাশার বেড়া'জালে জড়িয়ে নিজেকে  
হয়তো একদিন মুছে যাবে রাতের সব বিষাদ।


চেয়ে দেখি মনের ডাকঘরের কোণে পড়ে আছে
অপ্রকাশিত ভালোবাসার অজস্র আবেদন পত্র
বুকের বাম পাশের ক্ষত গুলো ঘুমিয়ে ছিলো
কাগজের ভাঁজে ভাঁজে কলমের আঁচড়ে।


আহা !! কার আকুতি মিনতি'তে এভাবে নীরবে
অদৃশ্য জ্যোৎস্নার সরোবরে নীল ঢেউ তুলে
নিঃসঙ্গ হয়ে উঠেছে শেষ রাতের রুপালি চাঁদ।


দুধেলা ভোরের কলরবে আবার জীবনের সন্ধান
সেই সকাল থেকে সন্ধ্যা, আলো হতে আঁধারে।
_____________________  
রবিবার ৭ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ
Sunday 22 October 2017 খ্রীস্টাব্দ
Al-Ahaad 02 Safar 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®