এই ভ্রান্ত সময়ের যাত্রাপথে
কা'কে খোঁজো তুমি শূন্য পথের বাঁকে
উল্লাসী বৃষ্টির প্রথম ফোঁটা
মুছে দিয়ে গেছে তার প্রতিচ্ছবি নিমিষে
আধখোলা জানালার
যবনিকা টানা বিশুদ্ধ কাঁচের বুক থেকে।


রেশমি স্বপ্ন বিলীন হয়েছে
চিড় ধরা দেয়ালের দীর্ঘশ্বাসের আড়ালে
নিস্তব্ধ রাতের দেয়াল ঘড়ি
টিক টিক শব্দ যেন ক্রমশ মিলে থাকে
উদাসী নিঃশ্বাসের সাথে
আঁধার বিছানার নিঃসঙ্গতার ভাঁজে।


অনেক সময়ের দ্বার পেরিয়ে
দগ্ধ হৃদয়ে পড়ন্ত বিকেলে মৌন আঁধারে
ঝরা পাতার ধোঁয়াটে ধ্বনিতে
এক নিবিড় আলিঙ্গনে বেঁধে রাখা স্মৃতি
অপূর্ণ স্বপ্নের ক্যানভাসে
মিশে যায় নির্মম নির্দয় হাসির অন্তরালে।


নির্বোধ সময়ের যাত্রা শেষ হয় না কখনোই
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে  
এক মায়ার বাঁধন ছিঁড়ে অন্য বাহুডোরে
এভাবেই প্রত্যাবর্তন নীরবে
জীবনের ভেল্কিবাজির বিবর্ণ আয়নায়
নিরুপায়ের বন্ধনে নিজেকে বেঁধে।  
__________________
Sunday 28 May 2017
রবিবার ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®