আবার শূন্যতার মাঝে এভাবেই একাকী পথ চলা,
আবার ক্লেশের ছলে নিজের সাথে নিজেই কথা বলা।
আবার নিষ্প্রভ তালের ভাঙা এক অতৃপ্ত জীবন,
আবার একঝাক অনিন্দ্য স্বপ্নের স্বেছায় মৃত্যুবরণ।
আবার ভুরু কুচকে অবাক হয়ে দেখা কপালে ভাঁজ,
আবার চম্পাকলির সস্তা প্রসাধনে লেপ্টানো সাজ।
আবার অলিতে গলিতে খিস্তিখেউর হয়ে একাকার
আবার অন্ধ মায়ের যুদ্ধ শুরু মৌন জীবন প্রতিক্ষার।
আবার নেশাতুর হয়ে ঢুলে ঢুলে নিশিতে বাড়ি ফেরা,
আবার কঞ্চির বেড়ার ঘরের ফাঁকে চাঁদ গলে পড়া।  
আবার আস্ফালন অহংকারী প্রেমিকার চাওয়া পাওয়া,
আবার প্রেমের ব্যবচ্ছেদ ছলনায়  অপারগতার ছায়া।
আবার ভালোবাসার আরেকটি জন্ম অসম্পূর্ণ সহবাসে,
আবার সূচনা আরো কিছু জীবনের, প্রকৃতির পরিহাসে।
__________________
রচনা: বৃষ্টি ভেজা সন্ধ্যা ৬.২০ মিনিট
১৩-ই জানুয়ারী বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২৯-এ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ
১০-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️