তোমার সাথে আমার দেখা হয়েছিল
স্বপ্নের অলিন্দে দাঁড়িয়ে,
পলাশ ঝরা এক সন্ধ্যা আবীরে,
কতবার বলেছি তোমায়
চলো হৃদয়ের সীমান্তে গিয়ে দাঁড়াই
নিঃশ্বাসের দূরত্ব ঘুচিয়ে
আমার পৃথিবীতে এসো একবার
অখিল ধারা হয়ে,
ভালো'লাগা একরাশ সুবাস নিয়ে।  


চৈতির শেষ প্রহরে হাজার শব্দে ঘেরা
রক্তিম ডানায় ভেসে
নলিন ভাসা দিঘির বুকে ভ্রমরের
অফুরন্ত প্রেম খেলায় হারিয়ে,


তুমি কি জানো,
আমি কখনোই রঙ চিনতে পারিনা
তবু তোমায় বরণ করতে চাই
তন্ময় জীবনের সব রংধনু ঢেলে,  
পাহারের উচ্চতা মাপার সাধ্য আমার নেই
তবুও তোমার মনের উচ্চতা মাপতে  
ইচ্ছে জাগে প্রতিনিয়ত।


সমুদ্রের গভীরতার চেয়েও হয়তো
অনেক বেশই গভীর তোমার সময়ের গভীরতা
তবুও তোমার তপ্ত গভীরে
ডুবার প্রবল আকাঙ্ক্ষা জাগে মনে।


হে জীবন !!!!!!
তুমি না'হয় একবার এসো,
সময়ের নিভৃত দুয়ার খুলে চুপি চুপি  
বাস্তবের অলঙ্কার সাজিয়ে
আমার জীবনের নির্জন চিলেকোঠায়
তোমার রঙে পরিচিত হয়ে
ধন্য করতে চাই যাপিত সময়ের কোলে ঢলে পড়া
শুভ্র সকাল,অলস বিকেল,শ্রান্ত সন্ধ্যা।
___________________
জন্ম সময়ঃ-নিরানন্দ সন্ধ্যা ৬.১০ মিনিট  
বুধবার ২২ নভেম্বর ২০১৭ খ্রীস্টাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®