আজ কয়েক দিন থেকে সময়ে অসময়ে
আমার ডান চোখের পাতা কাঁপছে
হয়তো অগ্রিম কোনো রহস্যময় বার্তার
আভাস দিয়ে যায় চোখের পলকের আঘাতে।

সব পলক কাঁপানো বার্তা এক নয়
কখনো হাজার বছরের স্বপ্নবোনা পুরাতন রাতে
কাজল ধোয়া কান্নার ঢেউ
ঝরে পরে অবরুদ্ধ সীমানায় নির্মম হাহাকারে।  


কখনো নিজের অজান্তে চোখের তারায়
অগণিত শিউলি ঝরে যায় নির্জীব কোলাহলে
আকুতি কালির স্রোত সীমান্ত পার করে
চুপিসারে এসে দাঁড়ায় মৌন বেলায়
একাকী শূন্য ঘরে শব্দহীন নীরবতার দ্বারে।


কখনো মৃত্যুর আগে শত সহস্র বার
দাঁড়াতে হয় নির্দ্বিধায় শিহরিত মৃত্যুর দ্বারে
ডেকে নিয়ে যায় মোহনীয় কণ্ঠে  
দিগন্তে নৈশব্দের অবাক নীরবতায়
অবেলার দুপুরে হেসে নিয়তির কাঠগড়ায়।


কখনো জীবন আলপথের চৌহদ্দি পেরিয়ে
আল্পনার আনাচে কানাচে মায়াময় দৃষ্টিতে
স্তব্ধ দিনের উদাসী বেলার উদারতায়
ঝাঁক ঝাঁক বৈকুণ্ঠি শব্দের বলাকা উড়ে আসে
পলাশের পাপড়ি ছোঁয়া কবিতার উঠোনে।
______________________
জন্ম সময়:অলস দুপুর ২.১৫ মিনিট
১৬ ফেব্রুয়ারি শুক্রবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®