আমি হয়তো মানুষ নই
________  // টি,কে,এম,আজীমি


আমি হয়তো মানুষ নই ......
আমি মানুষ হলে শুধুই নিজেকে নিয়ে ভাবতাম
ভাবতাম কি করে সুখী হওয়া যায়, শুধুই নিজে
অন্য মানুষদের মত ভাবতাম,এক নিলজ্জ চিন্তা
নিজের স্বার্থের জন্য কেড়ে নিতাম কারো সুখ,
জ্যোৎস্না ঝরানো রাতের মধুর স্বপ্ন মাখা নিদ্রা
.......কেড়ে নিতাম আরো কত কি।


আমি হয়তো চিত্রকর নই .......
আমি চিত্রকর হলে আমার রং তুলিতে ভেসে উঠত
গাছ,লতা,নদী,সাগর,দিগন্তে অস্তগামী সুর্যের দৃশ্য
আমার চিত্রে ভেসে উঠে,অধর ভেজানো লাল অশ্রু
বোনের বুকে ধর্ষকের দুর্দান্ত হাত,লোভের প্রতিচ্ছবি
পথ চেয়ে থাকা নিরুপায় মায়ের বুক ফাঁটা কান্না চিত্র।
............ভেসে উঠে আরো কত কি


আমি হয়তো লেখক নই .......
আমি লিখক হলে আমার লেখায় ভেসে উঠত,গান
লাইলী মজনু ,শিরি ফরহাদের কাব্য, প্রেমের গল্প
আমার লিখায় ভেসে উঠে বঞ্চিতদের আত্ম চিত্কার
টোকাই নামের অবহেলিত শিশুদের ক্ষুধা কান্নার গল্প
শাসনের নাম শোষণকারীদের নির্মম বর্বরতার চিহ্ন।
............ভেসে উঠে আরো কত কি


আমি হয়তো কবি নই ........
আমি কবি হলে আমার কবিতায় ভেসে উঠত,ছন্দ
ষোড়শীর ললাট ভারা যৌবনের চাওয়া পাওয়ার কথা
কাজল চোখের চাহনি,বাঁকা ঠোঁটের কৃত্রিম মিষ্টি হাসি
কিন্তু আমার কবিতায় ভেসে উঠে,সমাজের অন্যায়
নির্মম পরিহাসের ব্যথা ভরা জীবনের আত্মকাহিনী
............ভেসে উঠে আরো কত কি
___________
১১/০৪/১৬..এথেন্স,গ্রীস