তোমার অভিমান গুলো দিনদিন খুব
আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে
সাঁঝ সকালে হাজার কাজের মাঝে
তোমায় কতটা অনুভব করি
ঐ বিষণ্ন গোধুলির রক্তিম আকাশ জানে।


মাঝে মাঝে জীবন আমায় প্রশ্ন করে
কেন এত চাওয়া পাওয়ার অপেক্ষা
কিসের আশায় এত অনাবিল আনন্দ
পূর্ণতার কি এমন চিন্তায় ডুবে
সতত মৃত্যুর মাঝেও বেঁচে থাকার ইচ্ছে।


শতবার বলেছিলাম আজীবন থাকব পাশে
তুমিহীন একা আমি এই প্রবাসে
বিদীর্ণ সময়ের সাথে মিশে ক্লান্ত নিঃশ্বাসে
প্রতিদিন শয্যায় এপাশ ওপাশে
মনে হয় এই বুঝি হৃদয় কেড়ে নিল কেউ।


জীবনের মানে কিন্তু খুব বেশি সোজা নয়
থাকে অনেক কিছুই একান্ত গোপন
বার বার ভেঙ্গে যাওয়া স্বপ্ন বুনন জগতে
কোথায় পথের শেষ ক্লান্ত প্রহর
ভুলে যাই সব নিরন্তর নিতান্ত হাসির আড়ালে।
_______________
২৮/০৪/১৬..........এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®