চার দেয়ালের বন্দি জীবন আমার কাছে
কখনোই ভালো লাগেনি
আমি মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে চাই
নিজের আকাশে শুভ্র মেঘ হয়ে মুক্ত মনে।


বর্ষার অঝোর ঝরায় ভিজবো
আমার মতো করে আমার উঠোনে
আমার নিজস্ব একটা চাঁদ থাকবে এক গুচ্ছ নক্ষত্র
আমার প্রাতিস্বিক বিশাল আকাশ।


এক মুঠো স্বাধীন বাতাস স্বকীয় একটা শান্ত নদী
ক্লান্ত সূর্য তপ্ততা হারিয়ে যখন স্নান করবে
আমার নদীতে আমি সন্ধ্যা আবীরে
মন রাঙানো মনের হরষে।


জ্যোৎস্নায় মাখামাখি হয়ে ভোরের শিশির
ঝরবে আমার জানালার পরকলায়
কচুরিপানার ফুলে নীলাভ সৌরভে নাচবে অলি
আমার মুগ্ধকর পুষ্পিত কাননে।


হোক কুড়ের ঘর একান্তই আমার মতো সাজানো
আমি মন খুলে হাসবো উল্লসিত নয়নে
আমার পদ্ম পাতার ছায়া তলে
আমায় বেঁধোনা এমন এক নিষ্ঠুর জালে
আমার নিজের স্বাধীনতা হরণে।
______________
২৫/০৬/১৬...এথেন্স,গ্রীস
© Copyright 2016 ®