তোমার জীবনের অলস প্রহরে নির্লিপ্ত বাতাসে
নীল আকাশের তারার পানে অপলক চেয়ে
তোমার বিবর্ণ স্বপ্নগুলি যখন হাতছানি দিয়ে
প্রত্যাশায় ভেঙেপড়া ভয়ঙ্কর শব্দে পিছু ডাকবে
তখন হয়তো তুমি বুঝবে জীবন মানে কি।


এক ক্লান্ত দিনের মাঝামাঝি ঝাঁঝালো তপ্ত প্রহরে
বিষণ্ন একটা বিকেল তোমার হাতে তুলে দিয়ে
কোনো গোধূলির ঝড়ে ঝরে যাওয়া হলুদ পাতার
ব্যথা ভরা কান্নার করুণ সুর তোমায় শোনালে
তখন হয়তো তুমি বুঝবে জীবন মানে কি।


রিক্ত প্রাণে আবীর ঝরানো সন্ধ্যা মাধুরী মেখে
তৃষ্ণিত চোখে অশান্ত মনে পরবাসের বিজন গৃহে
প্রাণহীন শয়নে নিশিথ স্বপনে জেগে উঠেই হঠাৎ
রুদ্ধ দ্বার খুলে যদি দেখো অজানা কোনো কষ্টের মুখ
তখন হয়তো তুমি বুঝবে জীবন মানে কি।


যখন যুগ যুগ কেটে যাবে নিষ্ঠুর অনলে জ্বলে জ্বলে
দ্বারে দ্বারে অপবাদের আঘাত পেয়ে ব্যাকুল চিত্তে
যখন তুমি গাইবে গান সিক্ত নয়নের জলে ভেসে
তখন যদি আবার জ্বলে উঠে ব্যথার প্রদীপ দিগন্তে
তখন হয়তো তুমি বুঝবে জীবন মানে কি।
_________________
২৮/০৬/১৬..........এথেন্স,গ্রীস
© কপিরাইট সংরক্ষিত 2016 ®