জ্যোৎস্না ভরা মায়াবী সন্ধ্যায় মনে প্রেম জাগিয়ে,
আধো আলোয় ঝরে পরা পাতার ছায়ায়
আকাশে আকাশে যখন হবে মেঘের উৎসব
সাঁঝের আঙ্গিনায় ভালবাসার চাদর বিছিয়ে

যদি তোমায় পেতে চাই আপন করে
তুমি কি রাগ করবে!

যদি জোনাকির নিভে যাওয়া আলোর আঁধার মেখে
মালতীর সৌরভ লুটিয়ে ঝরে যাওয়া লগ্নে
নীড়ে ফেরা পাখিদের পালকের আবির চোখে
যখন একটি একটি করে তারা খসে পরবে বনে,

যদি তোমায় পেতে চাই আপন করে
তুমি কি বাধা দেবে?

নব দীপাবলির উজ্জ্বলতায় নিজ মন রাঙ্গিয়ে,
শিশির সিক্ত শেফালীর স্নিগ্ধতা মনে জরিয়ে,
পূর্ব বাতাসের মুগ্ধকর কাকলী কণ্ঠে সাজিয়ে,
ঝরা বকুলের ঝুর ঝুর ছন্দ ভেসে আসা লগনে

যদি তোমায় পেতে চাই আপন করে
তুমি কি ফিরে যাবে অভিমানে!
________________
০২/০৭/১৬..........এথেন্স,গ্রীস
© কপিরাইট সংরক্ষিত 2016 ®