আমি যখন ফিরে যাই তোমার শহরে
একমুঠো রঙিন আশা নিয়ে
প্রাচীরে ঘেরা ভালোবাসার আঙিনায়
ভ্রমরের পাখায় অম্লান সুরের লহরী বাজে।

হৃৎপিণ্ডের স্পন্দনে জাগে প্রথম প্রেমের সুরভী
তন্দ্রা জড়ানো নয়নের হাসির অন্তরালে
এক অনাবিল ভাললাগার মৌনতা ছড়িয়ে পরে
আঁধার যায় উজ্জ্বল উচ্ছল দিক দিগন্তে হারিয়ে।


যখন আমি খুঁজি তোমায় ক্ষণিকের জাগরণে
তোমার প্রিয় নামটি ধরে ডাকি আনমনে
তোমার অদৃশ্যের হাসি জড়ায় আমায়
আরো অনেক বেশি নিবিড় ভাললাগা দিয়ে।


একান্ত মনের অনুভবের ভাললাগাগুলো
ছড়িয়ে থাকে চোখের পাতায়
তখন ব্যাকুল হৃদয় মন বিহারী ছন্দ গাঁথে
অজানা কিছু মায়া কিছু অবাঞ্ছিত প্রত্যাশা নিয়ে।


তোমার উদাস মনের কষ্ট এক করুণ দৃষ্টিতে
মনের মাঝে বিচ্ছেদের আবেশ সৃষ্টি করে
নয়নের তারা মনের নীলাভ গগনে
ব্যস্ত হয়ে উঠে অজানাকে জানার সন্ধানে
_______________
১২/০৭/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®