আমি বন্ধু হতে চেয়েছিলাম এক ধ্রুবতারার
একথা ভুলে আমি কখনোই ছুঁতে পারবো না তাকে
যে চাঁদ ডুবে যায় শাপলা বনে মাঝ প্রহরে
তাকে ছোঁয়ার সাধ্য আমার নেই।

আমার ভাঙা ঘরের কাঁচা মাটির উঠোনে যতটুকু
জ্যোৎস্না ঝরে পড়ে ততটুকুই আমার
নাইবা পেলাম চাঁদ জোনাকির আলোতেই হোক
আমার জীর্ণ কুটির সুখ বর্ণিল।

তোমার হাসির মধুর ঝংকারে নাইবা শান্ত হলো মন
পাখির কলতানে মেতে উঠুক আমার আঙ্গিনা
তোমার নিঃস্বাসের সুগন্ধে নাইবা পুলকিত হৃদয়
মালতীর সৌরভে ভরে উঠুক বাতায়ন।

সাত কাহন জীবনে নাইবা থাকলো তোমার অধ্যায়
আধ ছেঁড়া স্মৃতির পাতাই বেঁধে দেবো দেয়ালে
নাইবা ফুটলো রঙিন ফুল বৃক্ষহীন এই শূন্য কাননে
দিগন্তের রক্তিম আবীরে নিবো জীবন রাঙিয়ে।

তোমার নূপুরের ছন্দে না হাসলো বকুল ঝরা প্রভাত
ঝরা পাতার মরমর সুরেই কেটে যাক ভোর
ছোট শান্ত নীড়ে নাইবা পাশাপাশি হাতে রেখে হাত
আরশির প্রতিচ্ছবি নিয়েই কাটাবো দিন রাত।
_______________
১৪/০৭/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®