শ্রাবণের আকাশে মেঘ জমেছে অনেক ঘন কালো হয়ে
হয়তো ঝরবে অঝোর ঝরা পিপাসিত আঙ্গিনায়
আমি আধখোলা জানালার পাশে দাঁড়িয়ে
বৃষ্টির স্নিগ্ধ পবিত্রটায় মন ভেজাবার অপেক্ষায়
আমার নয়নের নীলে ভেসে উঠেছে দুর্দান্ত পিপাসার ছবি
চলে এসো এই নির্লজ্জ অলস দুপুরের মায়ায়
গোধূলি বেলায় ক্লান্ত ঝড়ো হাওয়ায় ভেসে।

পথের পাঁচালি ঘেঁষে পিপাসিত সন্ধ্যা মালতী
নির্বাক নয়নে চেয়ে আছে আকাশ পানে স্নানের আশায়
আমার চোখের কোণে জমে উঠেছে ক্লান্তির ছাপ
বিক্ষিপ্ত ভাবনার দিগন্তের সীমানা ছুঁয়ে
নীল কাঁচে বাধানো আমার হৃদয়ের স্বপ্নগুলো
চোখের পাতায় সাঁতরায় কাজল কালো নীরদ হয়ে
অনেক তো হলো ! এবার নাহয় করি বৃষ্টির প্রার্থনা।

আমার নয়ন কোণে অথৈ পানি জমেছে অকারণে
আকাশের রঙের সাথে রঙ মিলিয়ে একাকার
আজ ইচ্ছে জাগে মনে বৃষ্টিতে ভিজবো শান্ত মনে নিরালায়
ঠিক মনে নেই কতদিন ভেজা হয় না বৃষ্টিতে
আমার মত পথের পাঁচালিরা পিপাসিত অজস্র বছর
অবসাদ মাখা ভোরের আলোয় প্রতিদিন জেগে উঠি
ভিন্ন রূপে শ্রাবণের বৃষ্টি ভেজা অলস প্রভাতে।
_______________
২২/০৭/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®