আমি ওই মানুষদের কথা বলছি
জরাজীর্ণ দেহ মলিন চেহারার কথা বলছি।
আমি ওই বঞ্চিতদের কথা বলছি
পথের ধারের অবহেলিতদের কথা বলছি।
আমি ওই ক্ষুধার্তদের কথা বলছি
রেল লাইনের পাশের পাইপের ভিতর সেই।
মহাসুখী সংসারের কথা বলছি
বাতাসে মিশে থাকা আর্তনাদের কথা বলছি।
ধনীদের দাসত্বের কথা বলছি
অল্প বয়সে চামড়া ঝুলে তাদের কথা বলছি।
আমি ঘৃণিতদের কথা বলছি
লবনের ক্ষরত্বে ওই এসিড দগ্ধের কথা বলছি।
সময়ের নিষ্ঠুরতার কথা বলছি
হিংসার দাবানলে পোড়া শরীরের কথা বলছি।
অসহ্য নরকীয় যন্ত্রণার কথা বলছি
পেটের দায়ে দেহ বিক্রির কষ্টের কথা বলছি।
আমি সব অন্যায়ের কথা বলছি  
জীবন দাহে ঝলসে যাওয়া মৃত্যুর কথা বলছি।
আমি ওই মানবতার কথা বলছি
মানবতার নামে হীনমন্য সমাজের কথা বলছি।
আমি বেকার যুবকের কথা বলছি
চাকরির তরে দ্বারে নির্লজ্জ ক্লান্তির কথা বলছি।
আমি ওই মানুষদের কথা বলছি
মানুষ নামে সমাজের অমানুষদের কথা বলছি।
_______________
২৬/০৭/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®