নিঃশ্বাসের যে পবিত্র সম্পর্ক ছিল আজ
ছিঁড়ে গেলো কথার আঘাতে নির্দ্বিধায়
সময়ের স্রোতে ভেসে গেছে নিশীথ রাতের কাব্য
এতটুকুই আশা ছিল প্রত্যাশার বাহিরে শুধু
জীবনের কিছু মূল্যবান সময়ের স্মৃতি
হয়ত গাঁথবো চোখের পাতায়।

রক্তিম দিগন্তে অস্তগামী সূর্যের বেলাভূমিতে
ক্লান্ত হয়ে বসলাম ক্লেদাক্ত বালিতে
মনের আঙিনায় ঝরা পাতার সুরে মুখরিত
আকাশে তারা ভরা রাতের আলপনায়
স্পর্শের সুখটুকু না হয় থাকতো বাতাসে
জ্বলুক না আমার দুঃখের বাতি অনন্ত শিখায়
তবু কাঁদবনা তব মিছে মায়ার মিথ্যে অভিসারে।

দাঁড়াবো না আর হাত বাড়িয়ে কারো হাসির ছলে
পুড়ে যাক দিনরাত আমার দুঃখের অনলে
ধূসর ডালের সবুজ আবিরে অনেক লিখেছি গল্প
এবার যবনিকা টানি স্মৃতির খাতায় নীরবে
চল এভাবেই সুখের ছায়াদ্বীপ ছিন্ন করে
পাড়ি জমাই কোন নিঝুম চোরাবালির দ্বীপে।
_______________
২৭/০৭/১৬.......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®