( ষটপদী -২৪ )


এমন একটি বাঁশির সুর বেজে উঠুক এই ধরণীর বুকে
সবাইকে বেঁধে রাখুক ভালোবাসার অটুট বন্ধনে-সুখে।

হিংসা বিবাদ দ্বিধা দ্বন্দ্বের দ্বার ভেঙ্গে সব এক নিমিষে
জাত ধর্ম রঙ গোত্রের বিভেদ ভুলে সব হিংস্রতা মিটিয়ে।


ধনী দরিদ্রের পার্থক্য ভুলিয়ে একান্ত মানবতার সেবায়
সেই বাঁশিতে বেজে উঠুক ভালোবাসার সুর মূর্ছনায়।
_______________
০১/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®