জীবনের আয়নাবাজিতে ভাসে আমার বীভৎস চেহারা
উৎসৃষ্ট প্রতিবিম্বিতের অন্তরালে ছিল আমার প্রতিচ্ছবি
রিরংসার অতৃপ্ত ক্ষুধার হাতছানিতে পালিয়েছে সততা
অলস জাবর কাটা সময়ের পদধ্বনিতে হারিয়ে নীরবে।


আমায় ঘিরে থাকে চেনা মানুষগুলোর আশাহত দৃষ্টিপাত
অম্বর ছোঁয়া বাসনার আঁড়ালে নিজের অবস্থান খুঁজি
প্রবল আকাঙ্ক্ষার নিথুয়া পাথায় ঝাঁপ দেই অনায়াসে
অপ্রত্যাশিত স্বপ্নের অন্তরালে হারিয়ে যায় নীতি বুদ্ধি।


আঁকা হয় জীবনের আয়নাবাজির অভিনয়ের দৃশ্যপট
এমুখোশ থেকে অন্য মুখোশ মানুষ থেকে নিরেট অমানুষ
ভালোবাসার আড়ালেও এক নির্বাক করা অভিনয়
নিয়তির হাতের রেখার ভাঁজে ভাঁজে হারায় প্রতিশ্রুতি।


এক গলি থেকে অন্য গলি এক শহর থেকে আরেক শহর
মাতৃ ছোঁয়ার স্পর্শের বাহিরে তেপান্তরের শেষ কিনারায়
শুধুই ছুটে চলা নির্দয় এক মমতাহীনতার চোরাবালিতে
অনেক কিছুই হারায় একে একে দৃষ্টি শক্তির অগোচরে।


অবশেষে বেঁচে থাকে আমার ছায়াহীন অবিকল প্রতিরূপ
লজ্জায় ঘৃনায় পালিয়ে বাঁচে নিজ থেকে নিজেরই ভিতরে
জীবনের আয়নাবাজির প্রতিদান হেরে যাওয়া এক প্রবঁচক
বীভৎস চেহারা ঘৃণিত শরীর মুখোশের লুক্কায়িত ধূর্ততা।
_______________
০১/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®