আমার কবিতার ভাঁজে ভাঁজে রেখেছি তোমায়,
ঠিক আমার মনের মতো করে,
শব্দের বিন্যাসের অন্তরালে অক্ষরের শরীরে,
সাজিয়েছি তোমায় নিগূঢ় অনুরাগে।


অজস্র বার এঁকেছি তোমায় রংহীন তুলির আঁচড়ে,
উজ্জ্বল মনের শুভ্র কোরা ক্যানভাসে,
তোমার প্রতিচ্ছবি ভেসে উঠেছে কতোবার,  
পিদিম জ্বালানো সন্ধ্যার নিভৃত মনের আঁধারে।


মনের আলেখ্য পাতায় তোমার ছবি আকঁতে গিয়ে,
বিরামহীন কথোপকথন চাঁদের সাথে,
জ্যোৎস্নার ভরা যৌবন ভরে দিয়ে তোমার অঙ্গে,
এঁকেছি চাঁদের মাধুর্য তোমার বাঁকা ঠোঁটে।


অপূর্ণ স্বপ্নগুলো জড়িয়ে তোমার হৃদয়ের গভীরে,
সীমাহীন ভালোবাসার প্রতিমা গড়েছি,
উত্কৃষ্ট বর্ণনাতীত শব্দের অলংকারে সাজিয়ে,
মনের উল্লাসে তোমায় দেখি মুগ্ধ নয়নে।


এক গাঢ় আবেগী প্রত্যাশা নিয়ে লিখি তোমায়,
যদি তুমি বেরিয়ে আসো কাগজের আচ্ছাদন ভেদে,
আমার অতৃপ্ত মনের স্রোতস্বিনী প্রবাহে ভেসে,
হেমন্তের বিকেলে সহস্রাব্দী চন্দ্রমুখী কবিতা হয়ে।
_______________
১১/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®