অগোছালো চুল চিরুণী হাতে দর্পণের প্রতিচ্ছবিতে
তোমার নাম কি কুয়াশা কুহেলিকা নাকি নন্দিনী
দূর্ভেদ্যতার প্রাচীর ডিঙিয়ে বেরিয়ে এপারে এসো
কতো স্বপ্ন বুনেছি বহুদিন সেই কাক ডাকা ভোরে।


ঝাপসা বর্ণমালায় কতো এঁকেছি কবিতার অবয়ব
তোমাকে শুধুই একবার ছোঁব মনের সুরভী আমর্শে
অমরত্ব করেছি বন্দী স্পর্শের সুখে হাতের মুঠোয়
অহংকারের সকল দীনতা ভুলে চাই অমৃত আস্বাদ।


আনন্দে কেটে যাবে জীবনের অজস্র দিন প্রত্যাশে
মথুরার পথে কতো বসন্ত বাজিয়েই চলেছি বাঁশি
শুনেছি আলতা রাঙা পায়ে বিরহী নূপুরের গুঞ্জন
হৃদয় নিংড়ানো আবেগী শব্দমালা নির্বাসিত আজ।


হে কবি ! তুমি নও নজরুল না তুমি ঠাকুর রবি
কেন এঁকে যাও শব্দ মালার ভাঁজে জীবনের ছবি
সে'তো তোমার প্ৰেয়সী নয় নীল জোনাকীর ঢেউ
অস্তিত্বহীন তিন বাক্যে বাঁধা শুধু কাগজের বউ।
________________
০৩ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®