আমি বিজয়ের উল্লাস করতে গিয়েও করতে পারিনি
বার বার কানে ভেসে আসছিলো
ছেলে হারা মায়ের বুক ফাটা কান্নার ধ্বনি  
বাবার আকুতি, ধর্ষিতা বোনদের আত্মচিৎকার।


চোখের পাতায় ভেসে উঠছিলো অগণিত লাশ
আমার ভাইয়ের লাশ,আমার বাবার লাশ
আমার শরীরেও ছিল অসংখ্য হিংস্র ছোবলের চিহ্ন
আজো রয়েছে সেই দাগ আমার মায়ের বুকে।


সবুজের বুকে লাল রক্তের ফোঁটা এখনো ঝরে পড়ে
প্রতিটি উল্লসিত উৎসবে আমার চোখের নীরে
বিন্দু বিন্দুতে লিখে দেয় অজস্র যুগের ধিক্কার
প্রতিটি উৎসবে ঘৃণিত স্বরে তাদের ধিক্কার জানাই।


তিন যুগের দ্বারে দাঁড়িয়েও আজও হয়নি
আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাস্তবায়ন
আজও আমার বোনের আঁচল টেনে ছিড়ছে হায়নারা
এখনো রক্তাক্ত করছে আমার মায়ের বুক নির্দ্বিধায়।


আমি কি করে বিজয়ের উল্লাসে উল্লসিত হই
এখনো পথের ধারে মরছে মানুষ অনাহারে,অবহেলায়
এখনো আমরা শোষণের দ্বার উন্মুক্ত করতে ব্যর্থ
সত্যি আমি করতে পারিনি আজো বিজয়ের উল্লাস।
________________
১৬ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®