জীবন থেকে আরও একটি বছর শেষ হয়ে গেল
অতীত ও ভবিষ্যতের মাঝামাঝি দাঁড়িয়ে
কি দেখলাম আমি, কি দেখলে তুমি অবাক নয়নে
হিংস্রতা আর বর্বরতার নিদারুণ প্রতিচ্ছবি
চারিদিকে শুধুই আর্তনাদ আর কান্নার জোয়ার
সমস্ত পৃথিবী অগ্নি সাগরে ডুবন্ত।


বোমারু বিমানের গর্জনের আঘাতে স্তব্ধ নিঃশ্বাস
আত্মঘাতী আত্মচিৎকারে নির্বাক পৃথিবী
হঠাৎ করেই বেশ বদলে গেছে ভৌগোলিক মানচিত্র
বিষক্রিয়ায় অবলুপ্ত বিরল জনপথ
অথচ আমরা উন্নতির উচ্চ শিখরে দাঁড়িয়ে
মানবতা প্রচারের পুরস্কার হাতে নিয়ে।


একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে শুধুই মৃত্যুর হাতছানি
রক্তাক্ত হয়েছে চার দিগন্ত ধরণী ও পাতাল
প্রতিহিংসার সিঁড়ি বেয়ে নেমে এসেছে সংক্রামক বিষ
এখনো সময় আছে মুছে ফেল সব হিংস্রতা
সত্যিকারের মানুষ হয়ে স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে  
আগামী প্রজন্মকে কি দেবে আরেক শতাব্দীর সন্ধিক্ষণে
________________
৩১ ডিসেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
  © Copyright সংরক্ষিত ®