টাকা দিয়ে কিনেছে বন্ধুত্ব হৃদয় দিয়ে নয়,
অর্থের লোভে বন্ধু আমার কত মিথ্যে কথা কয়।
ধর্ম কর্মের কত বড়াই করছে ধর্ম বেচা কেনা,
বন্ধুত্বের দোহাই দিয়ে ভুলে যায় অর্থের লেনাদেনা।


টাকা-ই নাকি সব সুখের মূলে অর্থ স্বর্গ নরক,
অর্থের জোরে উন্মোচন হয় কোটি দোষের মোড়ক।
অর্থের মালা গলায় পড়ে গাধাও হয় উচ্চশির,
টাকার কাছে হার মানতে দেখেছি অজস্র মহাবীর।


এই পৃথিবী অর্থের নেশায় উন্মাদ নির্দ্বিধায়,
মানুষের এই টাকার ভক্ততা কুকুরকে হার মানায়।
বন্ধুত্ব হয়েছে বিলীন এই অর্থের মরীচিকায়।
মানবতা ধর্ম কর্ম ভেসে গেছে অর্থ উপার্জনের নেশায়।

সত্য মিথ্যা হারাম হালাল নাই বাছ বিচার,
টাকার লোভ এমন হয়েছে মানুষ,মানুষ নাই আর।
দয়া মায়া কথার কথা এ'যে স্বার্থের ছদ্মনাম,
স্বার্থের টানে হয়েছে আজ পৃথিবী টাকার গোলাম।
________________
২০ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®