উদ্ভাসিত তারার রাতে,
পৃথিবী নামক অসমান্তরাল পথে,
উদ্বেগের কড়া নেড়ে,কৌতূহলের শব্দ কুড়িয়ে,
পথিক- সুতো ছেঁড়া ঘুড়ি হয়ে,
অনন্ত কালের পরাজয়ের মলিন বাসরে,
অাঁকে প্রতিশোধ,স্বপ্নসার পূণ্য বর্ষায়,
তন্বী'রা সূর্যাস্ত সমারহে
পান্থশালার কারারুদ্ধ রাত্রীতে,
পরাস্ত পথিক,জীবন বিত্তের গাঢ় আঁধারে
সিদ্ধ সন্ধানী হয়ে পৃথিবী আঁকতে চায়,
এক বিমুগ্ধ মহাস্বত্ত্বায়,
এটুকু জেনে যে - মৃত্যু-ই শেষ কিছু নয়,
সেখান থেকেই অনন্ত জীবনের শুরু
তবুও,আকাশ'কে উঁচুতে ঠেলে,
বন্ধনবিহীন দারস্থ পৃথিবীর বন্ধ দুয়ারে,
মৃত্যুর চেয়ে শেষ কথা বলতে,আর কিছুই নাই।
____________________
প্রসব কাল:ছুটির সকাল ১০.২৫ মিনিট
২৪ মার্চ শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®